ঘরে বসে Spoken English Promo Code | up to 29% Discount
ঘরে বসে Spoken English Promo Code
আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর, আমাদের আজকের এই পোষ্টিতে আমরা আপনিদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে Spoken English Promo Code । কিভাবে ঘরে বসে Spoken English Promo Code ব্যবহার করে সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে কোর্সটি ভর্তি হবেন, প্রোমো কোড ব্যবহার করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন এবং কোর্স সম্পর্কে নানা বিষয় এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ।
প্রোমো কোড এর বিষয়টি আরো সহজ করতে আমরা ঘরে বসে Spoken English কোর্সের প্রোমো কোড অটো অ্যাপ্লাইড করে রেখেছি, তাই ডিসকাউন্টের এর জন্য নতুন করে আপনাকে কোনো প্রোমো কোড যুক্ত করতে হবে না।
আপনি শুধু নিচে দেওয়া Open Promo Code বাটন টিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে ঘরে বসে Spoken English কোর্স পেজে নিয়ে চলে যাবে এবং আপনার পছন্দের কোর্সটির প্রোমো কোড অটোমেটিক অ্যাপ্লাইড হয়ে যাবে। এবার খুব সহজেই আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে কোর্স ক্রয় করতে পারবেন।
প্রোমো কোড ব্যবহার করে ঘরে বসে Spoken English কোর্সটি ২৬০ টাকা ডিসকাউন্টে ১৬৯০ টাকায় ক্রয় করতে পারবেন। প্রোমো কোড পেতে Open Promo Code বাটনটিতে ক্লিক করুন।
বিভিন্ন সময় কোর্সের মূল্য কম বা বেশি করা হয়ে থাকে তাই প্রোমো কোড ও চেন্স হয় । তাই যদি কোনো কারনে Open Promo Code বাটনে ক্লিক করলে কোর্সের মূল্য কম না হয় তাহলে অব্যশই নিচে দেয়া Chat On WhatsApp বাটন টিতে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা যত দ্রুত সম্ভব আপনাকে নতুন প্রোমো পাঠিয়ে দিবো ।
কোর্স সম্পর্কে কিছু কথাঃ
শিক্ষাজীবনের একদম শুরু থেকেই ইংরেজি বিষয়ে শিখলেও, ইংরেজিতে কথা বলতে অনেকেরই জড়তা কাজ করে। কী বলতে হবে বুঝতে না পারা, কনভারসেশন চালিয়ে নেয়া, কনফিডেন্স এর অভাব - ইত্যাদি কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইংরেজিতে কথা বলতে পারেন না।
এর ফলে শিক্ষাজীবন, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে নানান সময়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আবার দেখা যায়, ভালো গ্রামার জানা থাকা এবং ভালোভাবে ইংরেজিতে লিখতে পারার পরও বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলতে গেলে অনেকের দুর্বলতা কাজ করে।
'ঘরে বসে Spoken English' কোর্সটি শিক্ষার্থীদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠে ইংরেজিতে কথা বলতে সাহায্য করে। কোর্সটি দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কী বলতে হবে, কীভাবে কনভারসেশন চালিয়ে নেওয়া যায় এবং কী কী ব্যাপার খেয়াল রাখতে হবে - এগুলো শেখানোর মাধ্যমে একজন শিক্ষার্থীকে ইংরেজি বলায় আরো কনফিডেন্ট করে তুলবে।
কোর্সটির বিভিন্ন অংশে শেখানো হয়েছে কীভাবে একদম শুরুতে ইংরেজিতে কথা বলা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার মানুষের সাথে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কীভাবে পড়াশোনা ও কাজের ক্ষেত্রে সহজে ইংরেজিতে কথা বলা যায় এবং এরকম বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলার উপায়।
ইংরেজি বলা শিখুন যখন খুশি, যেখানে খুশি। সহজ নিয়মে real life situation-এর সাথে মিলিয়ে ইংরেজি শিখুন দেড় লাখ শিক্ষার্থীর সাথে! 👊 স্পোকেন ইংলিশ শিখে নিজেকে অন্যদের চেয়ে একধাপ এগিয়ে রাখতে আজই ক্রয় করুন ফেলুন 'ঘরে বসে Spoken English' কোর্স
ঘরে বসে Spoken English কোর্সটি ২৬০ টাকা ডিসকাউন্টে ১৬৯০ টাকায় ক্রয় করতে পারবেন। ক্রয় করতে কোর্সটি কিনুন বাটনটিতে ক্লিক করুন।